ইঞ্চি ইঞ্চি মাটি 🔥 Inchi Inchi Mati 🔥 Muhib Khan 🔥 মুহিব খান

ইঞ্চি ইঞ্চি মাটি
-মুহিব খান

ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা
শত্রু বা হানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না।

ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা,
কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না।
রঙ্গের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি
লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজী করেছে স্বাধীন এই মাটি।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ
ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান
সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।

চারোদিকে দুশমন ভেঙ্গোনা ভেঙ্গোনা মন সাহস জমিয়ে রাখ বুকে,
ঈমান জিন্দা করে জিহাদের হুংকারে পরাজিত করো শত্রুকে
চারিদিকে গাদ্দার ভিনদেশী রাজাকার সজাগ দৃষ্টি রাখ সবে
সকল মীরজাফর বিদেশী গোলামচর রুখতে তাদের আজ হবে।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ
ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান
সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।

শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া
সোহরাওয়ার্দী শেরে বাংলা ভাসানী আসে মুজিব ওসমানী ও জিয়া
শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা উড়ে
সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে পনের কোটি অন্তরে।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান
বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান
এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান।

অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাধন বড় বেশী
হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিষ্টান সকলেই তো বাংলাদেশী
কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাইয়ে ভাইয়ে রাখ হাত হাতে
সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতী নজির দেখাও দুনিয়াতে।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ
ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান
সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।

ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা
শত্রু বা হানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না।
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা,
কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না।
রঙ্গের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি
লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজী করেছে স্বাধীন এই মাটি।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ
ধন্য ধন্য আমি সবার চাইতে দামী বাংলা মাটির সন্তান।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান
সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।

ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি…
ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি…
ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি…
ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি…

ইরাক আমার ভাই 🔥 Irak Amar Vai 🔥 Muhib Khan 🔥 মুহিব খান

ইরাক আমার ভাই,
ইরান আমার বোন,
আফগান-ফিলিস্তিন আমার বন্ধুজন,
প্রতিবেশী আরাকান-কাশ্মীরও আপন,
বসনিয়া চেচনিয়া ফিলিপাইন সোমালিয়া লেবানন,
দিকে দিকে সাম্রাজ্যবাদের কালো থাবা দেখো ঐ,
করতে তো কিছু পারিনা বন্ধু তাই চোখ বুজেঁ সই,
আমি তো ঘরে বসে থাকার লোক নই।
দেখো দেখো!
চেয়ে দেখো!
চারিদিকে তাজা লাশ,
আবু গারিবের বন্দিখানায় পিশাচের উল্লাস,
শোনো শোনো!
ঐ শোনো!
দানবের হুংকার,
হাসপাতালের বেডে পড়ে ছাই শিশুদের চিৎকার,
রক্তের দরিয়ায় কত ফুল ভেসে যায়,
কত মা বোনের ক্রন্দনরোল ধুলিঝড়ে মিশে হায়!
আমি তো স্বাধীন, তবু পরাধীন কাঁটাতারে বাঁধা রই,
ব্যথা জাগে প্রাণে, তাই গানে গানে হৃদয়ের কথা কই,
আমি তো ঘরে বসে থাকার লোক নই।
কত সংগ্রাম-
কত বিপ্লব-
কত জেহাদের শুনি ডাক,
তবু ছলছল আঁখি- ডানাভাঙা পাখি- হয়ে থাকি নির্বাক,
কবে যে সেই আসবে দিন? ছিঁড়ে শিকলের টান,
মুসলমানের দুর্দিনে ছুটে আসবে মুসলমান।
প্রতিবাদ প্রতিরোধে মুখরিত উত্তাল,
মাজলুমানের মুক্তি পতাকা উড়বে রক্ত লাল।
নেই নেই আর ভয়, সেই দিন দূরে নয়,
শহীদের খুন জ্বালাবে আগুন তামাম দুনিয়াময়।
সে আগুনে পুড়ে হবে ছারখার জালিমেরা নিশ্চয়ই,
মানে না তো মন তাই দু’নয়নে স্বপ্নের বোঝা বই,
আমি তো ঘরে বসে থাকার লোক নই।

সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত 🔥 Se kon bondhu bolo beshi bisshosto 🔥 মতিউর রহমান মল্লিক

সে কোন বন্ধু
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত
কার কাছে মন খুলে দেওয়া যায়
কার কাছে সব কথা বলা যায়
হওয়া যায় বেশী আশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

যে জন কখনো ব্যাথা দিতে জানেনা
যে জন কেবলই মুছে দেয় বেদনা
হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

মহানবী বলে তারে কেউ বা ডাকে
আমি ডাকি প্রিয়তম
সে আমার ধ্যান ভালাবাসা প্রেম
মধুময় মনোহর স্বপ্ন সমর

যে জন করুণার অনুপম উপমা
যার মত মরমী/দরদী কোথায় আর মিলেনা
জীবনের আঙ্গিনায় আবাদ করে দিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

Design a site like this with WordPress.com
Get started